
শিশু আঁখি হত্যা: রুবেলের ফাঁসি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ: ৩১ মার্চ ২৩ । ২২:৪৬ | আপডেট: ৩১ মার্চ ২৩ । ২২:৪৬
চট্টগ্রাম ব্যুরো

রুবেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ। ছবি-সমকাল
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে শিশু আবেদা সুলতানা আইনীন আঁখিকে (১১) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. রুবেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর সাগরিকা মোড়ে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। সেখানে মানববন্ধন করে দ্রুত বিচারের মাধ্যমে আঁখি হত্যায় গ্রেপ্তার রুবেলের ফাঁসির দাবি করা হয়।
আঁখির চাচা আল আমিন বলেন, ‘আমাদের মেয়েটি সব সময় আনন্দে মেতে থাকত। ১০ দিন ধরে সে নেই। তাকে ছাড়া পুরো ঘর অন্ধকার। আঁখিকে হারিয়ে আমার ভাই-ভাবি পাগলপ্রায়। নাতনির জন্য আহাজারি করতে করতে আমাদের মা-বাবা শয্যাশায়ী। আঁখির তো কোনো অপরাধ ছিল না। কেন তাকে এভাবে খুন হতে হলো? আমরা দ্রুত সময়ের মধ্যে খুনি রুবেলের ফাঁসি চাই।’
আঁখির আরেক চাচা মো. শাহীন বলেন, ‘রুবেল যেন জামিনে বের হতে না পারে। সে বের হলে এলাকার কোনো মেয়ে ও শিশু নিরাপদে থাকতে পারবে না। দ্রুত বিচার করে ফাঁসি না দিলে সমাজে আরও রুবেল তৈরি হবে।’ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা একরাম আহমেদ, মোহাম্মদ রাহাত, খোকনসহ সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রসঙ্গত, নিখোঁজের এক সপ্তাহ পর গত বুধবার পাহাড়তলী এলাকার ডোবা থেকে আঁখির লাশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানিয়েছে, হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল। এ ঘটনায় রুবেল নামে এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com