
ভেঙে যাচ্ছে আলিবাবা গ্রুপ
প্রকাশ: ৩০ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

ভাগ হয়ে যাচ্ছে চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ। আলিবাবা গ্রুপ পুনর্গঠনের মাধ্যমে ছয়টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে রূপান্তরিত হবে।
আলিবাবা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের ব্যবসা ভেঙে ফেলার এই সিদ্ধান্ত কোম্পানির ২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের ঘটনা। কোম্পানির ছয়টি নতুন ইউনিটের প্রতিটিরই নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে।
ই-কমার্স প্ল্যাটফর্ম ‘তাওবাও টিমল কমার্স গ্রুপ’ পুরোপুরি আলিবাবার নিয়ন্ত্রণে থাকবে। বাকি কোম্পানিগুলো নিজেদের মূলধন বৃদ্ধিতে বিনিয়োগ টানতে পারবে। পাশাপাশি শেয়ারবাজারেও তালিকাভুক্ত হতে পারবে। এ ঘোষণার পর আলিবাবা গ্রুপের শেয়ারের দর বেড়ে গেছে।
গত মঙ্গলবার নিউইয়র্কে আলিবাবার শেয়ারমূল্য বেড়েছে ১৪ শতাংশ। এর পরদিন হংকংয়ের শেয়ারবাজারে কোম্পানিটির মূল্য বেড়েছে ১৩ শতাংশ। মূলত ২০২০ সালে সরকারি বিধিনিষেধে পড়ে কোম্পানিটির যুক্তরাষ্ট্র অংশের শেয়ারে ৭০ শতাংশ পর্যন্ত দরপতন ঘটে।
এ সময়ে খুব একটা জনসমক্ষে আসেননি আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। মূলত এক বছরের বেশি সময় বিদেশে কাটিয়ে সম্প্রতি চীনে ফিরেছেন তিনি। জ্যাক মা ফেরার পরই নতুন এ ঘোষণা এলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com