
কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ
প্রকাশ: ২৬ মার্চ ২৩ । ১৬:৫৭ | আপডেট: ২৬ মার্চ ২৩ । ১৭:২২
ফরিদপুর অফিস ও বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতাকে খুঁজছে পুলিশ। শুভ্রদেব সিং নামে ওই ছাত্রলীগ নেতা শনিবার সকালে কোমরের পিছন দিকে পিস্তল গুঁজে নিজের ফেসবুক ওয়ালে ছবি আপলোড করেন। পরে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে তিনি ছবিটি ওয়াল থেকে সরিয়ে ফেলেন।
শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে, পড়েন ফরিদপুর রাজেন্দ্র কলেজে। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, শুভ্রদেব সিং অরফে সুদেব সিং কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখেন, 'দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন'। ফেসবুকে ছবি ছাড়ার পরই বিষয়টি নিয়ে এলাকায় হৈচৈ শুরু হয়। এরপর ফেসবুক থেকে সেটি সরিয়ে নেন তিনি।
এ বিষয়ে শুভ্রদেব সিং বলেন, 'উপজেলার কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য একটি খেলনা পিস্তল কিনেছি। শখের বসে সেই পিস্তল কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করি। এরপর বিভিন্ন জন নানারকম মন্তব্য করায় ছবিটি তুলে নিয়েছি।' 'এটি ভুল হয়েছে, এভাবে ছবি তুলে দেওয়া ঠিক হয়নি' বলে মন্তব্য করেছেন শুভ্রদেব।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, 'শুভ্রদেব মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। একটি বিরোধী চক্র ওই ছবি নিয়ে চক্রান্ত শুরু করে। তারপরও বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।'
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, 'বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদি সংগঠন পরিপন্থী কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল মনে করেন পিস্তলটি আসল হতে পারে। তিনি জানান, এর আগে উপজেলায় হাটবাজার টেন্ডারের দিনে একজন চেয়ারম্যানের চালকের মাথায় পিস্তল ঠেকিয়েছিলেন ওই ছাত্রলীগ নেতা। এমনকি ৬ মাস আগে তার (পিকুল মীরদাহর) বাইক চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি তিনি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে জানিয়েছিলেন।
এদিকে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, 'শুভ্রদেব সিংকে খোঁজা হচ্ছে। তিনি কেন এমন ছবি ফেসবুকে দিলেন? তার মোটিভ কি ছিল? পিস্তলটি খেলনা নাকি আসল- সব দেখতে হবে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com