
চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৯:৫৮ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২০:১৭
সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত
দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৪ মার্চ (শুক্রবার) থেকে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এজন্য বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস ও শুক্রবার শুরু হবে রমজান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে।
এদিকে, আজ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। সাধারণত প্রথমে সৌদি আরবে রোজা শুরু হয়। পরদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে রমজান মাস শুরু হয়।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখার রাতে সেহরি খেয়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতের এশার নামাজের পর পবিত্র তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com