প্রেমে বাধা দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৮:০১ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৮:০৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী। এই অল্প বয়সেই ওই কিশোরী পড়েছিল প্রেমের ফাঁদে। এ নিয়ে শাসন করেন মা। মায়ের সঙ্গে ঝগড়ার জের ধরে মঙ্গলবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ফাহিমা আক্তার (১৬) নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রামে।

ফাহিমা আক্তার উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রামের আবদুল হেকিমের মেয়ে। সে স্থানীয় আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর প্রেমের বিষয়টি জানাজানি হলে, মা আয়েশা খাতুন তাকে শাসন করেন এবং বকাঝকা করেন। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ঘরের চালের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে কিশোরী ফাহিমা। ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়দের দেওয়া খবরে সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, মায়ের সঙ্গে অভিমান করেই ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com