
ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম চেম্বারের
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৭:২৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৭:২৯
চট্টগ্রাম ব্যুরো

নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম - সমকাল
পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি।
বুধবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সরবরাহ (সাপ্লাইচেইন) বিঘ্নিত হয়েছে। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। কিন্তু সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতে আন্তর্জাতিক সংকটেও এলসি খোলার অনুমতি দিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। রমজানকে সামনে রেখে চিটাগাং চেম্বারের ঐতিহ্য হিসেবে প্রতিবারের মত এবারও ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। এ কার্যক্রম মাসব্যাপী চলবে।’
চলমান মূল্যস্ফীতির মধ্যেও রমজান মাসে সাধারণ জনগণ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেইজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাহবুবুল আলম রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রত্যেককে একবারে না কিনে চাহিদানুযায়ী ক্রয় করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া পণ্যের অতিরিক্ত মজুদ ও মুনাফা না করে দ্রব্যমূল্য প্রদর্শনের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি।
উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com