গোসাইরহাটে উচ্ছেদ অভিযান, উদ্ধার হলো ২ কিলোমিটার খাল

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৬:৪৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৬:৪৬

শরীয়তপুর প্রতিনিধি

খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

প্রায় পাঁচশ' পরিবারকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে দুই কিলোমিটার সরকারি খাল উদ্ধার করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান। বেশ অনেক বছর ধরে দাশেরজঙ্গল এলাকার খাল দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

জেলা প্রশাসকের নির্দেশে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

উচ্ছেদ অভিযানে পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগ সার্বিক সহযোগিতা দেয়। দুইদিন ধরে চলা এই অভিযানে খালের ওপর তৈরি আবাসিক ভবন, দোকানপাট, প্রতিবন্ধক রাস্তাসহ প্রায় ৫০টি স্থাপনা অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির  জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীয়তপুরের ডিসি মো. পারভেজ হাসান জানান, খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। শরীয়তপুরে এই অভিযান চলমান থাকবে, যাতে বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস পায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com