গোপালগঞ্জে ইউপি নির্বাচন

ইভিএম ছিনতাইয়ের ঘটনায় সংঘর্ষ, আহত একজনের মৃত্যু

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ১৯:৫৬ | আপডেট: ২১ মার্চ ২৩ । ১৯:৫৮

গোপালগঞ্জ প্রতিনিধি

ইয়াসিন শেখের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

গোপালগঞ্জে ইউপি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ইয়াসিন শেখ (৩৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ এলাকায় বেসরকারি বিএনকে হাসপাতালে তিনি মারা যান। সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার চরমানিকদাহে এসে পৌঁছেছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে।

নিহত ইয়াসিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের রাজ্জাক সেখের ছেলে। তিনি ট্রলিচালক ছিলেন। 

নিহত ইয়াসিনের ভাবী আমেনা বেগম মোবাইল ফোনে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে ইয়াসিন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের কাছে বেসরকারি বিএনকে হাসপাতালে মারা যান। 

তবে এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ। তিনি জানান, অন্যদের মতো তিনিও ইয়াসিনের মৃত্যুর খবর শুনেছেন। 

তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। 

গতকাল সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউপির ৫নং ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (ইভিএম) ছিনতাইয়ের চেষ্টা করেন তিন প্রার্থীর সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জনসহ ২৫ জন আহত হন।

সংঘর্ষের সময় গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়ি ভাংচুরও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে। এতে আহত হন ইয়াসিন শেখ (৩২), কালাম শেখ (৩৫) ও সম্রাট মোল্লা (৩২)। উন্নত চিকিৎসার জন্য ইয়াসিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের কাছে বেসরকারি বিএনকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ইভিএম ছিনতাইয়ের ঘটনায় প্রিসাইডিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একই দিন আরও ১টি মামলা দায়ের করে। এই মামলায়ও অজ্ঞাতনামা ১ হাজার জনকে আসামি করা হয়।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com