
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ক্রস-পার্টি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ০৩:০২ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ০৩:০২
সমকাল ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
যুক্তরাজ্যের ক্রস-পার্টির একটি প্রতিনিধি দল শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলে ছিলেন পল ব্রিস্টো, জেন হান্ট, পলেট হ্যামিল্টন, এন্টনি হিগিনবোথাম ও টম হান্ট এমপি।
বাসস জানায়, সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্রস-পার্টির প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিশেষ করে ওষুধ এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য সাফল্য ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলটি মানসিক স্বাস্থ্য মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের ভূমিকারও প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানত না মানুষ এবং তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ এটাকে মানুষের কাছে পরিচিত করেছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, অনেক দেশে বিভিন্ন ওষুধ রপ্তানি করে আসছে বাংলাদেশ।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান হোক।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com