
ফেসবুকে ফিরলেন ট্রাম্প, প্রথম স্ট্যাটাসে যা বললেন
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১১:০৯ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১১:০৯
অনলাইন ডেস্ক
-samakal-64154776e6d4f.jpg)
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ফিরে এসেছেন। দুই বছরের বেশি সময় নিষেধাজ্ঞায় থাকার পর ফেসবুক পেজটি চালু করতে দিয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক সপ্তাহ পর রাতে দেওয়া প্রথম স্ট্যাটাসে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আই অ্যাম ব্যাক’ অর্থাৎ ‘ফিরে এলাম’। এতে একটি পুরনো ভিডিও জুড়ে দিয়েছেন, যেখানে তিনি বলছেন, ‘সবাইকে অপেক্ষা করানোর জন্য দু:খিত। জটিল কাজকারবার।’ বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার পর এ স্ট্যাটাস দেন ট্রাম্প।
ইউটিউবেও একই ভিডিও পোস্ট করা হয়েছে। শুক্রবার ইউটিউবের পক্ষ থেকেও জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে নতুন করে কন্টেন্ট আপলোড করা যাবে। শুক্রবার সকাল থেকে চ্যানেলটি চালুর ঘোষণা দেয় ইউটিউব।
গত ৯ ফেব্রুয়ারি ফেসবুক ও ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। দুটি প্ল্যাটফর্মের মালিকানা প্রতিষ্ঠান মেটা এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে রিপাবলিকান সমর্থকদের হামলা-সংঘর্ষের পর ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দেয় মেটা।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়বেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের ক্যাম্পেইন শিবির ও মেটা উভয়ই এ যাত্রায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com