এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ

চট্টগ্রামে জিপিএ ৫ পেলেন ৫৭ শিক্ষার্থী, রাজশাহীতে পাস ২৪ জন

প্রকাশ: ১০ মার্চ ২৩ । ২২:১১ | আপডেট: ১০ মার্চ ২৩ । ২২:১৪

চট্টগ্রাম ও রাজশাহী ব্যুরো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে নতুন করে আরও ৫৭ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। কৃতকার্য হয়েছেন ৭৬ জন। জিপিএ বেড়েছে ৩৫৭ জনের।

এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ২৪ পরীক্ষার্থী।

শুক্রবার চট্টগ্রাম ও রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, এবার ১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪টি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এরমধ্যে ৭৭৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। 

গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ শিক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ১২ হাজার ৬৭০ শিক্ষার্থী। তবে পুনঃনিরীক্ষণে নতুন করে আরও ৫৭ পরীক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় মোট জিপিএ ৫ প্রাপ্তির হার বেড়ে ১২ হাজার ৭২৭ জনে দাঁড়ালো। 

এদিকে, শুক্রবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি। এর মধ্যে ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষণ করা হয়। ফল পরিবর্তন হয়েছে ৮৬ শিক্ষার্থীর। জিপিএ ৫ পেয়েছেন ২৫ জন। অন্যান্য পরিবর্তন হয়েছে আর ৩৭ জনের। সাতজন অকৃতকার্য পরীক্ষার্থী নিরীক্ষণে আবারও অকৃতকার্য ফল পেয়েছেন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ২১ হাজার ৮৫৫ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com