এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ শিক্ষার্থী

প্রকাশ: ১০ মার্চ ২৩ । ২০:৩৮ | আপডেট: ১০ মার্চ ২৩ । ২০:৩৮

বরিশাল ব্যুরো

ফাইল ছবি

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ২০ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। তবে অকৃতকার্য কোন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পাননি।

শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল  শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এই বছর ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন। এর মধ্যে ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন। ৭ হাজার ৩৮৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৫৮০ ও মেয়ে ৫ হাজার ৮০৬ জন। সাত হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এবার ৪ হাজার ৫০৮ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ১৪ হাজার ৬১০টি আবেদন করেছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com