
ঢাকা দক্ষিণ ও ময়মনসিংহ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
প্রশ্নে প্রশ্নে বিজ্ঞান শেখার প্রয়াস শিক্ষার্থীদের
প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ১১:৫১ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক ও বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শনিবার বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান আঞ্চলিক উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা- সমকাল
ঘড়িতে তখন সকাল সাড়ে ১১টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জিমনেশিয়াম কানায় কানায় পূর্ণ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের হাতে কাগজ ও কলম। জীববিজ্ঞানের নানা অজানা বিষয়ে জানতে সেখানে প্রশ্ন লিখছেন তাঁরা। প্রশ্ন লেখা শেষ হলে উপস্থিত বিশেষজ্ঞরা ধৈর্য ধরে সেগুলোর উত্তর দেন। গতকাল শনিবার বুয়েটে আয়োজিত ‘বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৩’ এর ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসবের প্রশ্নোত্তর পর্বে এমন দৃশ্য দেখা যায়। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (বিডিবিও) এবং দৈনিক সমকাল যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
সকালে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এর পর শিক্ষার্থীরা নৈর্ব্যত্তিক পরীক্ষায় অংশ নেন। দুপুরে আঞ্চলিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা দক্ষিণের আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক ড. তারিক আরাফাতের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম প্রমুখ।
শেকৃবি উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘দেশের বিদ্যালয়গুলোতে ব্যবহারিক বিজ্ঞান ঠিকভাবে শেখানো হয় না। পরবর্তী জীবনে এর ফল ভোগ করতে হয় শিক্ষার্থীদের। এজন্য আমাদের বিজ্ঞানের চর্চায় গুরুত্ব দিতে হবে।’ জীববিজ্ঞানকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা উল্লেখ করে জবি উপাচার্য ইমদাদুল হকও এতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মজিবর রহমান বলেন, পৃথিবী যতবার বিপদে পড়েছে, জীববিজ্ঞান ত্রাণকর্তা হয়েছে। তাই এর চর্চা বাড়াতে হবে।
লোটন একরাম বলেন, বিজ্ঞান চর্চায় আমাদের বরাদ্দ আরও বাড়াতে হবে। সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বিজ্ঞানসংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসবে মোট ১০৮৭ জন অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ‘জুনিয়র’, ‘সেকেন্ডারি’ এবং ‘হায়ার সেকেন্ডারি’ তিন ক্যাটাগরিতে ঢাকা উত্তরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুনিয়র ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী লাবিবা নাইয়ার। এ ছাড়া এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ১০ জন, প্রথম রানার্সআপ ২৪ জন এবং দ্বিতীয় রানার্সআপ ৩৪ জন। সেকেন্ডারি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আবদুল্লাহ আল-নাঈম। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ৩০ জন, প্রথম রানার্সআপ ৬৭ জন এবং দ্বিতীয় রানার্সআপ ৯২ জন। হায়ার সেকেন্ডারিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ ঢাকা সিটি কলেজের হিমেল বালা। এখানে চ্যাম্পিয়ন ১৭ জন, প্রথম রানার্সআপ ৪১ জন এবং দ্বিতীয় রানার্সআপ ৬৩ জন। বিজয়ীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
একই দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের ময়মনসিংহ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৭২৪ শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেন। এর মধ্যে মোট ১৫৮ জন জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৪৪ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে ৯৩ ও উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে আছেন ২১ জন।
দুপুরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এর আগে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহার্নল ইসলাম, জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, অধ্যাপক ড. মো. সবিবুল হক, অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। প্রশ্নোত্তর শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com