ব্যয় সংকোচন

শতাধিক কর্মকর্তাকে ছাঁটাই করছে জেনারেল মোটরস

প্রকাশ: ০১ মার্চ ২৩ । ০৫:১৪ | আপডেট: ০১ মার্চ ২৩ । ০৫:৫৪

অনলাইন ডেস্ক

জেনারেল মোটরসের নতুন লোগো। ছবি: রয়টার্স

এবার যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম) পরিচালন ব্যয় সংকোচনের অংশ হিসেবে তাদের শতাধিক কর্মকর্তা পর্যায়ের ও বেতনভুক্ত কর্মীদের ছাঁটাই করছে।

জেনারেল মোটরসের এক ব্যক্তি বলেছেন, বৈশ্বিক কর্মী ছাঁটাইয়ের তালিকায় শতাধিক কর্মকর্তার নাম রয়েছে।

জেনারেল মোটরসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আর্ডেন হফম্যান মঙ্গলবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে বলেন, ‘আগামী দুই বছরে দুই বিলিয়ন ডলার খরচ বাঁচানোর প্রতিশ্রুতি রয়েছে আমাদের। করপোরেট ব্যয় ও পণ্যের জটিলতা মিটিয়ে আমরা এই ব্যয় সংকোচন বাস্তবায়নের পথে যাব।’ সূত্র: রয়টার্স ও ডেট্রয়েট নিউজ


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com