
গোপালগঞ্জে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১২:১৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১২:১৪
গোপালগঞ্জ প্রতিনিধি

নিহত মেহেদী হাসান সাগরের স্বজনদের আহাজারি। ছবি- সমকাল।
গোপালগঞ্জে গভীর রাতে মোবাইলে ডেকে নিয়ে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেদী হাসান সাগর গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহাদাত হোসেন মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ছয় মাস আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। তারপর বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদী হাসান সাগরের মোবাইলে একটি কল আসে। এরপর তিনি রাত একটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com