
চট্টগ্রামে করোনা শনাক্তের হার একলাফে বেড়ে দাঁড়াল ১৯ শতাংশে
প্রকাশ: ০৬ জুলাই ২২ । ১৭:০৯ | আপডেট: ০৬ জুলাই ২২ । ১৭:০৯
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। এবার একদিনে নতুন করে আরও ৮০ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। আগের দিন শনাক্তের এ হার ছিল ১০ দশমিক ৭৫ শতাংশ।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, এন্টিজেনসহ চট্টগ্রামের ১৫টি ল্যাবে ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে নতুন করে ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৩ জন চট্টগ্রাম মহানগরের এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
একদিন আগে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জন। যাদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯২ হাজার ৯১১ জন এবং ৩৪ হাজার ৬৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ৭৩৫ জন মহানগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়তে থাকায় সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com