
কালচারাল জার্নালিস্টস ফোরামের ২০ বছর পূর্তি উদযাপন
প্রকাশ: ২৬ মে ২২ । ১৫:২৭ | আপডেট: ২৬ মে ২২ । ১৫:২৭
বিনোদন ডেস্ক

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে জাকজমকপূর্ণ আয়োজন।
এক মেইল বার্তায় জানানো হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন বিজিএমই'এ সভাপতি ফারুক হাসান এবং অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাষ্টার এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ব্যবসায়ী কামাল জামান মোল্লা, বিউটি অ্যাক্সপার্ট কানিজ আলমাস খান, গীতিকবি আসিফ ইকবাল, স্বপন চৌধুরী, ধ্রুব মিউজিক ষ্টেশনের সিইও ধ্রুব গুহ, তৌহিদা সুলতানা রুনু ও তাজদিন হাসান।
আয়োজনে সংগঠনের বিগত দুই দশকের কার্যক্রম তুলে ধরবেন সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার ও সভাপতি তামিম হাসান ও অন্যান্য দায়িত্বশীলরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com