
পদ্মা সেতু নয়, নৌকা দিয়ে পার হবেন বিএনপির নেতারা: শাজাহান খান
প্রকাশ: ২০ মে ২২ । ২২:১২ | আপডেট: ২০ মে ২২ । ২২:১২
সমকাল প্রতিবেদক

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের পদ্মা সেতু নয়, নৌকা দিয়ে পারাপারের পরামর্শ দিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে। আমি বলি, বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। তারা উঠলে সেতু পড়ে ভেঙে পড়তে পারে, বলা যায় না। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা ছাড়া উপায় নেই।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত আলোচনা সভায় শাজাহান খান এসব কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, নির্বাচনই একমাত্র পথ যার মধ্য দিয়ে ক্ষমতার রদবদল হতে পারে। সেখানে আপনারা বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ বিজয়ী হলে তারা আবারও ক্ষমতা লাভ করবে।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com