
শুধু একদিনের পেট্রল আছে আমাদের: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৭ মে ২২ । ০৮:৪৯ | আপডেট: ১৭ মে ২২ । ০৯:৪৩
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, 'এই মুহূর্তে আমাদের কাছে শুধু ১ দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় হবে। আমাদের ত্যাগ স্বীকার এবং এই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।'
সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জরুরি আমদানির জন্য শ্রীলঙ্কার জরুরিভিত্তিতে ৭৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ভারতীয় ক্রেডিট লাইন ব্যবহার করে দেশে আনা ২টি পেট্রল এবং ২টি ডিজেলের চালান আগামী কয়েক দিন স্বস্তি দিতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে, শ্রীলঙ্কা ১৪টি প্রয়োজনীয় ওষুধের ঘাটতিরও মুখোমুখি হচ্ছে বলে জানান রনিল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com