
প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৬ মে ২২ । ২১:২০ | আপডেট: ১৬ মে ২২ । ২১:২০
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
সুনামগঞ্জ ধর্মপাশার মধ্যনগরে নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সদর বাজারের দক্ষিণপাশে ঠাকুরাকোনা ট্রলারঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাক্প্রতিবন্ধী ওই নারী দীর্ঘদিন ধরে মধ্যনগরে অবস্থান করছিলেন। রোববার বিকেলে ট্রলারঘাট সংলগ্ন যাত্রী ছাউনিতে বসে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে ব্যথা পান। পরে সকালে তার মরদেহ নদীর পানিতে দেখতে পান স্থানীয়রা। এখনও তার পরিচয় জানা যায়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com