এশিয়ান কাপ আয়োজন থেকে সরে গেলো চীন

প্রকাশ: ১৪ মে ২২ । ১৮:২১ | আপডেট: ১৪ মে ২২ । ১৮:২১

স্পোর্টস ডেস্ক

এশিয়ান কাপের ২০২৩ সালের আসর আয়োজন করার কথা ছিল চীনের। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আয়োজক হিসাবে নাম প্রত্যাহার করে নিয়েছে চীন।

এ বিষয়ে এএফসি জানিয়েছে, চীন ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) তাদের জানিয়েছে ২০২৩ সালে তারা এশিয়ান কাপ আয়োজন করতে পারবে না। আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০টি শহরে হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট।

এশিয়ান কাপ এখন কোথায় হবে, তা ঠিক হয়নি। এএফসি এক বিবৃতিতে জানিয়েছ, এশিয়া কাপের নতুন আয়োজকের নাম যথাসময়ে জানানো হবে।

২০১৯ সালের জুনে এশিয়ান কাপের আয়োজক হিসেবে মনোনীত হয় চীন। চীনের দশটি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আসরকে কেন্দ্র করে চীনের সাংহাইয়ে একটি নতুন ফুটবল স্টেডিয়ামও উদ্বোধন করা হয়েছিল।

এ টুর্নামেন্টের বাছাইয়ের এখনো তিনটি ম্যাচ বাকি। বাছাইয়ের চূড়ান্ত ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা এ বছরের ৮ জুন, ১১ জুন ও ১৪ জুন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com