‘সিআরবি অবরুদ্ধ করার ষড়যন্ত্র চট্টগ্রামবাসি মেনে নেবে না’, নাগরিক সমাজের বিবৃতি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২২ । ২২:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২২ । ২২:০২

চট্টগ্রাম ব্যুরো

প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত ও সবুজে ঘেরা চট্টগ্রামের উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি অবরুদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন, সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের নেতারা। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘একদিকে শতবর্ষী গাছ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের অপচেষ্টার পাশাপাশি এখন সিআরবির তিনটি প্রবেশ পথে গেইট নির্মাণ করে সিআরবি এলাকায় সকল যানবাহন ও সর্বসাধারনের চলাচল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে। তাদের এমন এমন ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের শামিল।’

নাগরিক কমিটির কো-চেয়ারম্যান মফিজুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে জনস্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড করে রেলওয়ে কোন বেনিয়া গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। 

এতে বলা হয়, ‘নগরবাসীর শ্বাস নেওয়ার অন্যতম প্রাকৃতিক উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি হেরিটেজ ঘোষিত। চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। এখানে উন্মুক্ত মঞ্চে বাঙালির পহেলা বৈশাখ থেকে শুরু করে বছরজড়ে কোনো না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিসেবী, পরিবেশবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রামবাসীর মতামতকে উপেক্ষা করে রেলওয়ের এই ধরণের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন জনপ্রিয় উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংকুচিত করে অবরুদ্ধ করার এই ষড়যন্ত্র চট্টগ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না।’


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com