ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

২১ জানুয়ারি ২২ । ০০:০০

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন :বিকেল ৩টায় জাপানের 'আকিবিওরি', বিকেল সাড়ে ৫টায় ভারতের 'শেহর', রাত সাড়ে ৭টায় ভারতের 'মুখোশ'।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :সকাল সাড়ে ১০টায় বুলগেরিয়ার 'স্ট্রাহিনজা ব্যানোভিক' ও দক্ষিণ কোরিয়ার 'সান্তা ক্লাউস', দুপুর ১টায় বেলজিয়ামের 'সে কুই রিস্টে', বিকেল ৩টায় সার্বিয়ার 'লাইফ অব এ মুট', সাড়ে ৫টায় ভারতের 'ঝারোখ', রাত সাড়ে ৭টায় রোমানিয়ার 'দ্য সন'।

কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন :সকাল সাড়ে ১০টায় রাশিয়ার 'আফ্রিকা', তাইওয়ানের 'ক্যানেড লাইফ' ও 'ওভারকাস্ট', দুপুর ১টায় বংলাদেশের 'ডিসপায়ারিং প্রফেশন', বিকেল ৩টায় ভারতের 'দ্য পোর্টেটিস্ট', বিকেল সাড়ে ৫টায় ভারতের 'দোস্তজি', রাত সাড়ে ৭টায় বাংলাদেশের 'লাল মোরগের ঝুঁটি'।

জাতীয় চিত্রশালা মিলনায়তন :সকাল সাড়ে ১০টায় পর্তুগালের 'আলভা', দুপুর ১টায় বংলাদেশের 'ডিসপায়ারিং প্রফেশন', বিকেল ৩টায় যুক্তরাজ্যের 'এজ অব দ্য ওয়ার্ল্ড', রাত সাড়ে ৭টায় চিনের 'ইয়াঙ্গঝেনস জার্নি'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com