কেউ নজরদারি করছে কিনা জানাবে ক্রোমবুক

২৮ নভেম্বর ২১ । ০০:০০

কাজের সময় পেছন থেকে কেউ ল্যাপটপ স্ট্ক্রিনে নজর রাখলে ব্যবহারকারীকে সতর্ক করবে ক্রোমবুক। নজরদারি করতে সক্ষম এমন ক্রোমবুক আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এজন্য গুগল 'হিউম্যান প্রেসেন্স সেন্সর' নামে বিশেষ সেন্সর নিয়ে কাজ করছে। সেন্সরটি স্ট্ক্রিনের সামনে কতজন মানুষ দাঁড়িয়ে আছেন সেটা চিহ্নিত করতে পারবে। ফলে ব্যবহারকারীর অজান্তে অনাকাঙ্ক্ষিত কেউ ক্রোমবুক ল্যাপটপে নজর রাখলে তা জানিয়ে দিতে পারবে সেন্সরটি। জানা গেছে, গুগলের নিজস্ব ল্যাপপটপ ক্রোমবুকে বিল্টইন আকারে দেওয়া হবে সেন্সরটি। 'স্নুপিং প্রটেকশন' নামের এ ফিচারটি ক্রোমবুকের ক্যামেরা ফুটেজ বিশ্নেষণ করে স্ট্ক্রিনের সামনে কেউ নজরদারি করলে তা ব্যবহারকারীকে জানিয়ে দেবে। কেউ নজরদারি করছে চিহ্নিত হলে ল্যাপটপের এক কোণে বিশেষ আইকন প্রদর্শিত হবে। এতে করে ব্যবহারকারী বুঝে যাবেন নজরদারির ঘটনাটি। তবে এখনও সেন্সরটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে গুগল। ধারণা করা হচ্ছে, আগামী বছরের যে কোনো সময় নতুন সেন্সর সংবলিত ক্রোমবুক বাজারে ছাড়বে গুগল।

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com