
৬৫ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম
২৭ নভেম্বর ২১ । ০০:০০
স্পোর্টস ডেস্ক
কেলেঙ্কারির দায় নিয়ে টিম পেইন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার ডেপুটি প্যাট কামিন্সই দৌড়ে এগিয়ে ছিলেন। গতকাল তাকেই টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। লিডারশিপ গ্রুপে ফেরানোর হয়েছে স্টিভেন স্মিথকেও। ২০১৮ সালে বল টেম্পারিং-কাে নেতৃত্ব হারানো স্মিথকে সহ-অধিনায়ক করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন কামিন্স। ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে শুরু হবে তার নেতৃত্বের অধ্যায়। ডানহাতি এ পেসার নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে একটি ইতিহাসও হয়ে গেল। ১৯৫৬ সালের পর এই প্রথম কোনো ফাস্ট বোলারকে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক করা হলো। ৬৫ বছর আগে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে একটি টেস্টে ফাস্ট বোলার রে লিন্ডওয়াল অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই সফরের দ্বিতীয় টেস্টের আগে মূল অধিনায়ক ইয়ান জনসন ও সহকারী কিথ মিলার চোটে পড়লে অধিনায়কত্ব করেছিলেন লিন্ডওয়াল। এরপর অস্ট্রেলিয়া দলে অনেক কিংবদন্তি পেসারের আবির্ভাব হলেও কেউ টেস্ট দলের নেতৃত্ব পাননি। ইতিহাস গড়ে নেতৃত্ব পেয়ে কিছুটা আবেগাপ্লুত অসি এ পেসার, 'আমি দায়িত্বটা পেয়ে ভীষণ সম্মানিত বোধ করছি। অ্যাশেজ এমনিতেই অনেক বড় ব্যাপার। সেখানে আমার নেতৃত্বে খেলবে অস্ট্রেলিয়া।'
অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন কামিন্স। ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে শুরু হবে তার নেতৃত্বের অধ্যায়। ডানহাতি এ পেসার নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে একটি ইতিহাসও হয়ে গেল। ১৯৫৬ সালের পর এই প্রথম কোনো ফাস্ট বোলারকে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক করা হলো। ৬৫ বছর আগে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে একটি টেস্টে ফাস্ট বোলার রে লিন্ডওয়াল অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই সফরের দ্বিতীয় টেস্টের আগে মূল অধিনায়ক ইয়ান জনসন ও সহকারী কিথ মিলার চোটে পড়লে অধিনায়কত্ব করেছিলেন লিন্ডওয়াল। এরপর অস্ট্রেলিয়া দলে অনেক কিংবদন্তি পেসারের আবির্ভাব হলেও কেউ টেস্ট দলের নেতৃত্ব পাননি। ইতিহাস গড়ে নেতৃত্ব পেয়ে কিছুটা আবেগাপ্লুত অসি এ পেসার, 'আমি দায়িত্বটা পেয়ে ভীষণ সম্মানিত বোধ করছি। অ্যাশেজ এমনিতেই অনেক বড় ব্যাপার। সেখানে আমার নেতৃত্বে খেলবে অস্ট্রেলিয়া।'
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com