বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮

তথ্যপ্রযুক্তি খাতে ৭৬টি প্রকল্প পুরস্কৃত

০৮ সেপ্টেম্বর ১৮ । ০০:০০

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮। গত বৃহস্পতিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি অধিদপ্তরের সচিব শ্যামসুন্দর শিকদার, প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরসহ আইসিটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, বেসিসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই আয়োজনে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দল এবার চীনে অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আইসিটি খাতে সবাই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে বাছাই করে সম্মান প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্নিষ্টদের জন্য বিরাট সম্মানের বিষয়। সৈয়দ আলমাস কবীর বলেন, এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশ থেকে উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয়েছে। বিজয়ী দলগুলোর মধ্যে বিজনেস সার্ভিসেস বিভাগে চ্যাম্পিয়ন বিডিট্যাক্স টেকনোলজি, মাইসফট, ছবির বাক্স, অ্যাডি সফট এবং রিভ সিস্টেমস লিমিটেড। কনজুমার বিভাগে চ্যাম্পিয়ন লিডসফট বাংলাদেশ, মিসফিট টেকনোলজিস, পাবনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গ্রামীণফোন, দুই ক্যাটাগরিতে দ্য ডেটাবিজ সফটওয়্যার এবং গো যায়ান। ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস বিভাগে চ্যাম্পিয়ন ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি), লিডস করপোরেশন, অ্যারোটেক, সফটবিডি, র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড এবং মি সোল শেয়ার লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল বিভাগে চ্যাম্পিয়ন এসিআই অ্যাগ্রিবিজনেস, আইডিয়া থ্রিডি সল্যুশনস, ইজিসেন্স, নিউজেন টেকনোলজিস এবং যান্ত্রিক লিমিটেড। পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট বিভাগে চ্যাম্পিয়ন টেক টেরেইন আইটি এবং মাইকল্যাব। স্টুডেন্ট বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া জিলা স্কুল, প্রিজমিক এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস। টেকনোলজি বিভাগে চ্যাম্পিয়ন প্রাইডসিস আইটি এবং ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। ক্রস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন রেইজ আইটি সল্যুশনস, সিন্দাবাদ ডট কম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে পুরস্কৃত দলগুলোর মধ্যে থেকে ৩২টি দলকে চীনের গুয়াংঝুয়ের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে ৭০ সদস্যের প্রতিনিধি দল অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিচ্ছে।

-তৌহিদুল ইসলাম তুষার

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com