সংবাদ সংক্ষেপ

২৯ এপ্রিল ১৮ । ০০:০০

পাবনা আরএম একাডেমি স্কুলে পুনর্মিলনী
 
পাবনা অফিস

আনন্দ আর উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো পাবনার রাধানগর মজুমদার একাডেমি (আর এম একাডেমি) স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী। নতুন আর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। দু'দিনের আয়োজনে গতকাল একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহিষের গাড়ি নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করেন বিশ্ব সাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবিসহ অতিথিরা।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি
 
লালমনিরহাট সংবাদদাতা

সম্মেলনের ১৩ দিন পর এক বছরের জন্য লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এতে জাবেদ হোসেন বক্করকে সভাপতি ও ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। ১৫ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ সম্মেলনের উদ্বোধন করার কথা থাকলেও তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি। সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা না করে লালমনিরহাট ত্যাগ করেন সম্মেলনে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।

সাদুল্যাপুরের প্রতারক কারাগারে
 
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জাল মুদ্রা চক্রের গড ফাদার নুরু মণ্ডল ও তার দুই সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে সাদুল্যাপুর থানা পুলিশ বুধবার থেকে তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রতারক চক্রের এই সদস্যরা হলো উপজেলার দড়ি তাজপুর গ্রামের আব্বাস আলীর ছেলে নুরু মণ্ডল ও তার বড় ভাই আবদুল মোত্তালিব মণ্ডল এবং এনায়েতপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আবদুছ সালেক মিয়া।

ঈশ্বরদীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
 
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে মনিরুজ্জামান মিলন নামের এক কৃষকের পুকুরে বিষ ঢেলে প্রায় ৫০ মণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মিলন জানান, সকালে তিনি লোক মারফত খবর পেয়ে তার পুকুরে গিয়ে দেখতে পান অসংখ্য মাছ মরে ভেসে আছে। ওসি আজিম উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটে কলেজছাত্রের লাশ উদ্ধার
 
লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু হাসান (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু হাসান লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

সন্ত্রাসীদের হামলায় কলেজছাত্র আহত
 
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রানীনগরে সন্ত্রাসীদের হামলায় প্রসেনজিৎ পাল (১৮) নামের এক কলেজছাত্রকে মারধর ও ধারালো ক্ষুরের আঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার চকাদীন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত প্রসেনজিৎ চকাদীন গ্রামের প্রশান্ত পালের ছেলে এবং সে রানীনগর শেরেবাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন প্রসেনজিৎ জানায়, ওইদিন সন্ধ্যার দিকে সে বাড়ি থেকে বের হয়ে বাজারে দিকে যাচ্ছিল। এ সময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

নাটোরে নারী ছিনতাইকারী আটক
 
নাটোর প্রতিনিধি

নাটোরে জেলেহা খাতুন (৩০) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার শহরের কানাইখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেলেহা লালপুর উপজেলার কদমচিলান গ্রামের সেন্টু মোল্লার স্ত্রী। শনিবার বেলা ১১টার দিকে বড়গাছা হাফরাস্তা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী উম্মে জহরত কানাইখালী এলাকায় একটি ঘড়ির দোকানে ঘড়ি দেখছিলেন। এ সময় অপরিচিত তিন নারী তার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। উপস্থিত জনতা তাদের পিছু ধাওয়া করে জেলেহাকে আটক করে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com