
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিব
প্রকাশ: ০৫ অক্টোবর ১৭ । ১৩:৫৮ | আপডেট: ০৫ অক্টোবর ১৭ । ২১:৪৫
অনলাইন ডেস্ক

বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব—ফাইল ছবি
ক্রিকেটে বাংলাদেশের জন্য আরও একটি সম্মান বইয়ে আনলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে একথা জানান বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব।
আইসিসি গত ১৮ সেপ্টেম্বর চিঠি দিয়ে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে সাকিবকে নিয়োগ করার কথা জানিয়েছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি।
ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে আইসিসিকে সুপারিশ করে এই কমিটি। আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে সেসব বাস্তবায়ন হয়।
ফেসবুক পেজে আইসিসির চিঠির কপি পোস্ট করে সাকিব লিখেছেন, 'আমাকে সম্মানজনক এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির একজন সদস্য মনোনীত করায় সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে এমন একটি সম্মান দেওয়ায় তোমাদের ধন্যবাদ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com