যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। দলটি বলছে, যুক্তরাষ্ট্র এখানে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। তাদের উদ্দেশ্য ভালো।  

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু  এ কথা জানান।

তিনি বলেন, মার্কিন সরকারের ঘোষণা করা ভিসানীতির বিষয়ে পিটার হাস রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছেন। প্রতিটি দলই তাদের মতামত দিয়েছে। নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি একদল অন্য দলের সম্পর্কে বলেছে।

মুজিবুল হক বলেন, মার্কিন ভিসানীতির উদ্দেশ্য বোঝা গেছে, তারা একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। এ বিষয়ে জাপাও একমত। আমরা বলেছি, মার্কিন সরকারের ভিসানীতিতে আমাদের কোনো আপত্তি নেই। ইলেকশন আনফেয়ার করার জন্য যারা জোরজবরদস্তি করবে, তিনি যেই হোক মার্কিন সরকার যদি কোনো ব্যবস্থা নেয় ভিসার বিষয়ে, সেটা তাদের বিষয়।