তিন দিনে জাসদের মনোনয়ন ফরম নিলেন ৩০৪ জন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ২৩:৩৫
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার পর্যন্ত তিন দিনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩০৪ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনের কার্যক্রম চলবে।
গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। অনলাইনে নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়েও অনেকে ফরম সংগ্রহ করেছেন।
সোমবার ফরম সংগ্রহকারীদের মধ্যে আছেন– শহীদুল ইসলাম (ঢাকা-৫), আফজাল হোসেন খান জকি (মানিকগঞ্জ-১), বদরুল হোসেন ইকবাল (মৌলভীবাজার-২), আব্দুল মোসাব্বির (মৌলভীবাজার-৩), রফিকুল ইসলাম (মানিকগঞ্জ-২), সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী (মানিকগঞ্জ-৩), মোয়াজ্জেম হোসেন (নাটোর-১), নুরে আলম জিকু (মৌলভীবাজার-৩), রফিকুল ইসলাম (মানিকগঞ্জ-৪), মো. খালেক (পাবনা-৪), মঞ্জুর রহমান মজনু (টাঙ্গাইল-৭), আমিনুল ইসলাম (সুনামগঞ্জ-১), দেওয়ান শাহেদ (হবিগঞ্জ-১), মনসুর আহমেদ চৌধুরী (সিলেট-৩), আহসানুল কবির লিটন (রংপুর-৫), আফজাল হোসেন (দিনাজপুর-৬), ডা. একরাম হোসেন (গাইবান্ধা-৫), সোলায়মান ঢালী (ঠাকুরগাঁও-৩), জাবির হোসেন প্রামাণিক (নীলফামারী-২), শামীম আখতার (সিলেট-১), লোকমান আহমেদ (সিলেট-২), আব্দুল হাসিব চৌধুরী (সিলেট-৩), নাজমুল ইসলাম (সিলেট-৪), লোকমান আহমেদ (সিলেট-৫), আবু তাহের রুহুল আমিন (সুনামগঞ্জ-৪), মোখলেছুর রহমান মুক্তাদির (নেত্রকোনা-২), নুরুল ইসলাম বকসী ঠান্ডা (কুড়িগ্রাম-২), গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ (কুড়িগ্রাম-৪), সাইদুল ইসলাম ডালিম (পিরোজপুর-১), সিদ্ধার্থ মণ্ডল (পিরোজপুর-২) এবং রণজিৎ কুমার হাওলাদার (পিরোজপুর-৩)।
আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় একই স্থানে জাসদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।