ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ফিচার

সমতা
ক্যামেরায় জীবনের গল্প

ক্যামেরায় জীবনের গল্প

বাংলাদেশের বাস্তবতায় অধিকাংশ নারীকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। সেখানে নারী হিসেবে ফটোগ্রাফিকে প্যাশন ও পেশা হিসেবে নেওয়া চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং এ কাজে তাঁর ছবি অন্যদের হৃদয়ে অনুরণন সৃষ্টি করতে পারে। জীবনের গল্প ক্যামেরার আঁচড়ে ফুটিয়ে তোলেন জয়িতা আফরিন তৃষা। আত্মপ্রত্যয়ী এ নারীর ছবিতে প্রধান হয়ে ধরা দেয় ঢাকার রাস্তা, জ্যাম, ভিড় ইত্যাদি উঠে আসে। ঢাকা ঠিক যেমন সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেন তিনি। একজন রিকশাওয়ালার বসে থাকা, একটি পরিবারের পথের জীবনযাপন, বাচ্চা মেয়েদের ফুল বিক্রি, প্রেমিক-প্রেমিকার বসে থাকা– এমন হাজারো গল্প দেখা যায়। আর সেই গল্প তিনি ছবিতে প্রকাশ করেন। 

আপডেটঃ ১০ মার্চ ২০২৪ | ১৬:২০