মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের ২১ বছরের মুকুট খরা কাটল এই সুন্দরীর হাত ধরেই। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স খেতাব জয় করলেন পঞ্জাবের মেয়ে হরনাজ সান্ধু।

ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে মুকুট জিতে হরনাজ সান্ধু।

ছোট হাতা এবং ভি কাটের ওই বেজ রংয়ের শিমারি গাউনে আরও বেশি মোহময়ী হয়ে উঠেছিলেন হরনাজ সান্ধু।

ট্রান্সজেন্ডার ডিজাইনার সইশা শিন্ডের তৈরি গাউন পরে মিস ইউনিভার্স মঞ্চে হরনাজ সান্ধু।

২১ বছরের এই সুন্দরী চণ্ডীগড়ের মডেল। ওই শহর থেকেই পড়াশোনা করেছে সে। দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত হরনাজ, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব। তবে এতোদিনে নিজের স্বপ্ন পূরণে সফল হলেন হরনাজ।

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় ছক ভাঙার অনুপ্রেরণা হরনাজ পেয়েছেন মায়ের কাছ থেকে। পেশায় তাঁর মা এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মা-ই তাঁর সব শক্তির উত্সস্থল জানিয়েছেন হরনাজ সান্ধু।