সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে বিশাল আয়োজনে কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ, প্রতীক, চিত্র, মূর্তি কাঠামো নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়াম থেকে আখড়াবাজার নরসুন্দা নদী ব্রিজ হয়ে কাচারিবাজার এলাকা ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।