সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জের জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির ফখরুল ইমাম। তিনি ওই চিঠিতে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় পাঠ্যসূচিতে এক ধর্মের বিষয় বাদ দিয়ে অন্য ধর্মকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

ওই সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের বাইরে ছিলেন। তাঁর পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাব দিলেও ওই বিষয়ে কিছু বলেননি। তবে জাপা এমপির বক্তব্যে সামাজিক যোগযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হয়। তাঁর বক্তব্য ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম সমকালকে বলেন, অধিবেশন কক্ষে বসেই তিনি অনলাইনে সার্চ দিয়ে দৈনিক ইনকিলাবের ২০১৬ সালের ১৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন থেকে ওই তথ্য সংগ্রহ করেন। তাড়াহুড়োর কারণে এটি যে ২০১৬ সালের সংবাদ তা খেয়াল করেননি। পরে বিষয়টি নজরে এলে তিনি বক্তব্য প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। তিনি অনলাইন দেখে বিভ্রান্ত হয়েছেন।

তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বক্তব্য প্রত্যাহারের সুযোগ নেই। এক্সপাঞ্জ করা যেতে পারে। তিনি বিষয়টি পরীক্ষা করে দেখছেন।

ফখরুল ইমাম গত ৩০ জুন সংসদে দেওয়া বক্তব্যে অভিযোগ তুলেছিলেন, পাঠ্যবই থেকে ইসলাম ধর্মের বেশ কিছু বিষয় সরিয়ে দেওয়া হয়েছে। অন্য ধর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো কীসের আলামত?

এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা নেই সরকারের।