- ময়মনসিংহ
- ময়মনসিংহে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার
ময়মনসিংহে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

ময়মনসিংহে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকালে কিশোরী মাদ্রাসাছাত্রীকে ভালুকার চপারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভালুকার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে ওই কিশোরী (১৫)। ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের চপরবাড়ি গ্রামের বাসিন্দা রফিকের ছেলে আবু ইবনে মিরাজ খান (২৫) ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো। বিষয়টি মিরাজের পরিবারকে জানালে এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সে। ৩ জুন কিশোরীকে তুলে নিয়ে যায় মিরাজ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মিরাজসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, মামলাটি তদন্তের জন্য ৩ জুলাই দায়িত্ব পান। পরে মঙ্গলবার অপহৃত কিশোরীকে উদ্ধারের পর আদালতে সোপর্দ করা হলে মেয়েটি জবানবন্দি দেয়।
মন্তব্য করুন