- লাইফস্টাইল
- করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯

ছবি- সংগৃহীত।
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন হয়েছে। তাদের মধ্যে মারা গেছে মোট ২৯ হাজার ৩০৮ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৪টি নমুনা পরীক্ষা করে ২৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আগের দিন ২৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।
নতুন শনাক্ত ২৫৩ জনের মধ্যে ১১৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী ধরা পড়েনি।
যিনি মারা গেছেন তিনি ফরিদপুরের। তার বয়স ছিল আশি বছরের বেশি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৮ কোটি ৫৪ লাখের বেশি।
মন্তব্য করুন