দেশে গত এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ৯ থেকে ১৫ মে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৮৩ জন। অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫৬ দশমিক ৬ শতাংশ।

গত সপ্তাহে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এর আগের দুই সপ্তাহেও কোভিডে মৃত্যুশূন্য  ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করে আরও ৩৭ জনের কোভিড শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ। গতকাল এই হার ছিল শূন্য দশমিক ৮৬ শতাংশ ছিল।