কুষ্টিয়ায় মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের হাবু (৩৮), ধর্মদহ গ্রামের বাবলু (৪৩), মুসলাম (৪০), জাহাঙ্গীর (৪০), বকুল (৩৮) ও জাইদুল (৩৩)। রায় ঘোষণার পর উপস্থিত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। 

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লালু, লালন ও রিপনকে খালাস দিয়েছেন আদালত। এদিকে সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে বিকালে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযানে গেলে পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় সেদিনই মাদক কারবারিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়।

আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) টেবিল ৩ (খ)/৭ (ক) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সম্পাদনা: শাম্মী আক্তার