- খুলনা
- খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

ছবি: সমকাল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে খুলনায় প্রতিবাদ সমাবেশে করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘গত এক যুগ ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের দায় চাপানো হয়েছে জনগণের ঘাড়ে। বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন দেশে দাম বাড়িয়ে সরকার জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি করেছে। সরকারি দলের সিন্ডিকেটের কারণে প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকারের পতন ঘটানোর বিকল্প নেই।’
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান ও জয়ন্তু কুন্ডু।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আবু হোসেন বাবু প্রমুখ।
মন্তব্য করুন