সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মো. আব্দুল মজিদ বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটুলিয়া ক্লাবমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপোট গ্রামের মৃত জোনাব আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য অহিদুল ইসলাম জানান, সকালে নওয়াবেঁকী মাছের সেটে বেঁচাকেনা শেষে আব্দুল মজিদ তার স্ত্রীকে নেওয়ার জন্য আবাদচন্ডিপুর গ্রামে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। একপর্যায়ে ক্লাবমোড় এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের চিকিৎসক খলিল হোসেন জানান, চলন্ত অবস্থায় চালকের আসনে থাকা আব্দুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ক্লিনিকে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।