খুলনার কয়রায় মোবারক হোসাইন নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করছে র‌্যাব-৬। সোমবার রাতে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কয়রা থানা পুলিশের মাধ্যমে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব জানায়, মেডিকেল কলেজের সনদপত্র না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ পরিচয়ে চেম্বার খুলে রোগী দেখছিলেন। তার কাছে কয়েকটি ভুয়া ডিগ্রি উল্লেখপূর্বক ডাক্তারি প্যাড ও পরিচয়পত্র পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। কয়েক বছর আগে বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে তিনি ভুয়া ডাক্তার হিসেবে দণ্ডিত হয়েছিলেন।