রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতে ইসলামীর ৪ নেতা আটক হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের পর জামায়াত নেতাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

আগামী ৫ জুন রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি ও সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দলটি আজ বিকেলে ডিএমপি সদরদপ্তরে এসেছিল।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করতে চায় জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ কর্মসূচি পালনের অনুমতি চাইতে প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন।