এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  হিসেবে নিয়োগ দিয়েছেন ইলন মাস্ক। খবর সিএনএনের 

শুক্রবার এক টুইটে ইলন মাস্ক বলেন, টুইটারের নতুন সিইও হিসেবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে আমি খুব আনন্দিত। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারকি করবে। আমি টুইটারের প্রোডাক্ট ডিজাইন ও নতুন প্রযুক্তির ওপর নজর দেব।  


গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার পর নিজেই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি ব্যবসায়ী।

টেসলা স্পেস-এক্সের মতো বড় বড় ব্যবসা রয়েছে এলন মাস্কের। টুইটার প্রধানের দায়িত্ব অন্য কারও ওপর ন্যস্ত করে নিজেকে অন্য ব্যবসাগুলোতে বেশি সময় দিতে চাইছেন তিনি। এছাড়া টুইটারের প্রধানের পদ ছাড়া নিয়ে কিছুটা চাপেও ছিলেন মাস্ক। গত বছর টুইটারে ভোটও হয়েছিল। সেখানে অধিকাংশ লোক এলন মাস্কের টুইটারের দায়িত্ব ছাড়ার পক্ষে রায় দেয়।