মাসের পর মাস ধরে ব্যবহার হয় না এমন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে টুইটার। গত সোমবার এক টুইটে সামাজিক প্ল্যাটফর্মটির স্বত্বাধিকারী ইলন মাস্ক এ ঘোষণা দেন। এ সম্পর্কে বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনকুবের বলেন, টুইটারকে ‘জঞ্জাল’ মুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত  ইলন মাস্কের এ ঘোষণার মাধ্যমে টুইটার নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে আর্কাইভ (সংরক্ষণ) করে রাখবে।

তবে শর্তসাপেক্ষে ব্যবহারকারীরা সংরক্ষিত অ্যাকাউন্ট ফের ব্যবহারের সুযোগ পাবেন কিনা তা জানা যায়নি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর পর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিতে নিজেদের ফলোয়ার সংখ্যা কমতে পারে। তবে কবে নাগাদ নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানো হবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্ল্যাটফর্মটি। টুইটারের নীতিমালা অনুযায়ী, অ্যাকাউন্টের স্বাভাবিক ব্যবহার ধরে রাখতে প্ল্যাটফর্মটিতে প্রতি ৩০ দিনে অন্তত একবার লগ ইন করতে হবে। অন্যথায় অ্যাকাউন্ট বিভিন্ন বিধিনিষেধের আওতায় পড়তে পারে। এতে ওই অ্যাকাউন্ট চালানোর সুযোগ হারাতে পারেন ব্যবহারকারী।

মূলত টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মটিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে নানা পদক্ষেপ গ্রহণ করছেন মাস্ক। বিনামূল্যের ব্লু ব্যাচে (নীল টিক) মাসিক হারে ফি যুক্ত করেছেন। ব্লু ব্যাচ এসেছে একাধিক রঙে। টুইটারের নিরাপত্তায় বিনামূল্যে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবহারের সুযোগও বাতিল করেছেন মাস্ক।  কেবল অর্থ খরচ করে নীল টিক ব্যবহার করা অ্যাকাউন্টগুলোর জন্যই টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রেখেছেন। এতদিন  নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছিলেন তিনি। এরই অংশ হিসেবে মার্কিন গণমাধ্যম ‘ন্যাশনাল পাবলিক রেডিও’র টুইটার অ্যাকাউন্ট অন্য প্রতিষ্ঠানকে প্রদানের ‘হুমকি’ও দিয়েছিলেন।