- আন্তর্জাতিক
- বাইডেন-লুলার বৈঠকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি
বাইডেন-লুলার বৈঠকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি- রয়টার্স।
গণতন্ত্রকে সমর্থন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক শুরুরও প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন লুলা। দুই নেতা একে অপরের লক্ষ্য তুলে ধরেন এবং বাইডেন ভবিষ্যতে ব্রাজিল সফরের ব্যাপারে সম্মত হন। এর আগে দুই দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাইর বলসোনারোর মধ্যে গভীর সম্পর্ক ছিল। বলসোনারোর নাম উল্লেখ না করে লুলা সংবাদিকদের বলেন, ব্রাজিল চার বছর ধরে নিজেকে প্রান্তিক করে রেখেছে।
জো বাইডেন ও লুলা আমাজন রেইনফরেস্ট সুরক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের পারস্পরিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নেতারা ইউক্রেনে রুশ আগ্রাসন, হাইতিতে নিরাপত্তাহীনতা, অভিবাসন, বাণিজ্য ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও আলোচনা করেছেন। তবে ইউক্রেন নিয়ে উভয় দেশের প্রতিক্রিয়ায় মতবিরোধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কিয়েভকে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও কূটনৈতিক সহায়তা দেওয়া পশ্চিমা জোটের নেতৃত্ব দিচ্ছেন। যেখানে ব্রাজিল ভারত ও দক্ষিণ আমেরিকার মতো ইউক্রেনে সরাসরি সহায়তা দেওয়া এড়িয়ে গেছে এবং মিশ্র রাজনৈতিক বার্তা দিয়েছে। তিনটি দেশই রাশিয়া ও চীনের পাশাপাশি উদীয়মান অর্থনীতির ব্রিকস গ্রুপের সদস্য।
মন্তব্য করুন