- আন্তর্জাতিক
- ভারতে বিয়ের বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ২৫
ভারতে বিয়ের বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ২৫

বিয়ের যাত্রী বহনকারী বাস পাহাড়ি খাদে (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার বিরোখাল এলাকায় মঙ্গলবার রাতে বিয়ের যাত্রী বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। চারজন নিখোঁজ রয়েছে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিল।
এর আগে মঙ্গলবার সকালে উত্তরাখন্ডে তুষারপাতে ১০ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১ জন। তারা সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এই তুষারপাতের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন