- আন্তর্জাতিক
- তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি
তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি। তাঁর এ সফরের পরিপ্রেক্ষিতে দ্বীপটি ঘিরে চীনের সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
এদিকে এ ঘটনায় চীনা পণ্যের ওপর শুল্ক্ক নিয়ে নতুন করে ভাবছে হোয়াইট হাউস। কিছু চীনা পণ্যের শুল্ক্ক প্রত্যাহার করা হবে নাকি বেইজিংয়ের ওপর অন্য সম্ভাব্য বিধিনিষেধ আরোপ করা হবে, সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের আমদানি পণ্যের ওপর আরোপিত শুল্ক্ক শিথিল করতে কয়েক মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছে বাইডেনের প্রশাসন। আকাশছোঁয়া মূল্যস্ফীতির লাগাম টানতেই প্রশাসনের এ চেষ্টা।
মন্তব্য করুন