- আন্তর্জাতিক
- ইউক্রেনে রুশ আগ্রাসন ‘সর্বনাশা’ ভুল: জেলেনস্কি
ইউক্রেনে রুশ আগ্রাসন ‘সর্বনাশা’ ভুল: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের দেশের ওপর রাশিয়ার আগ্রাসন একটি ‘সর্বনাশা’ ভুল।
রাশিয়া মারিওপোলে কৌশলগত বিজয় দাবি করার পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
কিয়েভ থেকে দেওয়া রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, এ আগ্রাসন ‘চরম ব্যর্থ’ হিসেবে প্রমাণিত হয়েছে এবং আমাদের সেনাদের ওপর হামলার জন্য মস্কোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে।
ভাষণে রাশিয়ার নেতাদের তীব্র সমালোচনা করেন জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়ার নেতারা যুদ্ধ চলাকালে তাদের ‘সেনাবাহিনী ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা সর্বনাশা ভুল’ স্বীকার করতে ভয় পায়।
এ ছাড়া মস্কোর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে জেলেনস্কি বলেন, তারা তরুণ ও অনভিজ্ঞ সৈন্যদের ফ্রন্টলাইনে যুদ্ধ করতে বাধ্য করেছে।
এর আগে বুধবার ২১ বছর বয়সি এক রুশ সেনা ইউক্রেনের নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করে নেয়। সেদিকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের অনুমান, এ যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনে তিন হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিক নিহত ও চার হাজার ৬২ জন আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৬২ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৭৭ লাখ মানুষ।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে রাশিয়া। একে দেশটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে।
মন্তব্য করুন