- আন্তর্জাতিক
- লকডাউনে যাচ্ছে পুরো জার্মানি
লকডাউনে যাচ্ছে পুরো জার্মানি

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।
বুধবার থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আগামী ১০ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে লকডাউন কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে স্কুল এবং অতি প্রয়োজনীয় নয় এমন সব দোকানপাট বন্ধ থাকবে।
রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর লকডাউনের ঘোষণা দিয়ে মার্কেল বলেছেন, জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার।
করোনার সংক্রমণ শুরুর পর অন্যান্য দেশের মতো প্রতিদিনই জার্মানিতেও বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
সর্বশেষ তথ্যানুযায়ী, জার্মানিতে ২০ হাজার দুইশ’ মানুষের শরীরে এই ভাইরাস শনাক্তের মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৭৮৭ জন।
করোনা পরিস্থিতিতে জার্মানির বেশ কিছু অঞ্চলে নিজস্ব ব্যবস্থাপনায় এরই মধ্যে লকডাউন কার্যকর রয়েছে। গত ছয় সপ্তাহ ধরে বন্ধ রয়েছ রেস্টুরেন্ট ও বারও।
দেশজুড়ে লকডাউন কার্যকর হওয়ার ফলে বুধবার থেকে দেশজুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ব্যাংক ছাড়া প্রায় সব ধরনের দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।