- আন্তর্জাতিক
- মসজিদে জায়গা না হওয়ায় নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা
মসজিদে জায়গা না হওয়ায় নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মানায় কড়াকড়ি থাকায় জার্মানির বার্লিনে মসজিদে পর্যাপ্ত জায়গা না হওয়ায় মুসল্লিদের নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে একটি গির্জা।
সামাজিক দূরত্ব মানার নিয়মের কারণে ওই গির্জায় একসাথে দূরত্ব বজায় রেখে অনেক মানুষ নামাজ পড়তে পারবেন বলে বিবসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বার্লিনের নিউকলিন জেলার দার আসসালাম মসজিদে রমজান মাসে শুক্রবারে জুমার নামাজে সাধারণত কয়েক শ’ মানুষ একসাথে অংশ নেন। তবে লকডাউনের কারণে এতে নামাজ পড়ার সময় পাঁচ ফুট দূরত্ব মানার নির্দেশনা রয়েছে। এ হিসেবে মসজিদটিতে মাত্র ৫০ জন একসাথে জুমার নামাজ পড়তে পারেন।
এই পরিস্থিতিতে মার্থা লুথান গির্জা কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য গির্জাটিতে মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা করেছে।
দার আসসালম মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন, সংকটময় পরিস্থিতিতে এটি মহৎ নিদর্শন। মহামারি আমাদের একটি সম্প্রদায়ে পরিণত করেছে।
আরও পড়ুন